সংস্কারের বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশের জায়গা নেই : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপির সংস্কার প্রক্রিয়ায় আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয়। তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে ‘সংস্কার’ বলে দুর্বল করার প্রস্তাব বিএনপি সমর্থন করে না।
রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে প্রচার করছে। তিনি বলেন, "ঐকমত্য কমিশনের প্রস্তাবের পরও নতুন নতুন প্রস্তাব এনে সংস্কারের প্রক্রিয়া আটকে দেওয়া হচ্ছে।"
তিনি আরও বলেন, “কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তবে জনগণ এসব বিশ্বাস করে না। শহুরে কিছু মানুষের মতামত দেশের সার্বিক জনমত প্রতিফলিত করে না।”
বিএনপি মহাসচিব জানান, “নতুন প্রস্তাবগুলি যদি জনগণের জন্য উপকারী হয়, তাহলে তা জনগণ গ্রহণ করবে। কিন্তু জনগণকে বাইরে রেখে বড় ধরনের পরিবর্তন আনা উচিত নয়। যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের শত্রু। তারা আসলে অগণতান্ত্রিক শক্তির অংশ।”
তিনি বলেন, “পুলিশ সংস্কার নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে বিএনপি কমিশনের সঙ্গে একমত।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত ঐকমত্য কমিশনের বক্তব্য অস্পষ্ট।” তিনি জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ধারণাও বিএনপি সমর্থন করে না।
অন্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) একটি অস্পষ্ট ও বাস্তবতা থেকে দূরে ধারণা। এটি কেবল আলোচনা চালানোর জন্য ভালো, বাস্তবায়নের জন্য নয়।”
প্রকাশিত: | By Symul Kabir Pranta