দোয়া প্রার্থনা করলেন জামায়াত আমির
হাসপাতালের আইসিইউতে গুরুতর অসুস্থ শাশুড়ির সুস্থতা কামনায় ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দলের প্রবীণ নেতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য মাওলানা রাফি উদ্দিন আহমদের জন্যও দোয়া চেয়েছেন তিনি।
শনিবার (৫ জুলাই) বেলা ২টার দিকে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে দোয়া প্রার্থনা করেন।
তিনি লিখেন, ‘আমার শ্রদ্ধেয়া শাশুড়ি গুরুতর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) ভর্তি আছেন। জীবনের এই মুহূর্তে আমি সকলের কাছে একান্ত দোয়া প্রার্থী। আল্লাহ তায়ালা যেন তার ওপর রহমত বর্ষণ করেন।’
তিনি আরও লিখেন, ‘এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ দায়িত্বশীল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য মাওলানা রাফি উদ্দিন আহমদ সাহেবও বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। তার জন্যও আমি সকলের কাছে একান্ত দোয়া প্রার্থী।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta