তিনটি ম্যাচ জিতে এশিয়া কাপে জায়গা করে নিল বাংলাদেশ
নিয়মরক্ষার শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। যদিও এই ম্যাচের ফলাফল এশিয়া কাপে খেলার পথে কোনো প্রভাব ফেলেনি, তবু বড় জয়ে বাছাই পর্ব শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হয় ম্যাচটি। ম্যাচের শুরুতেই তৃতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন স্বপ্না। ছয় মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার। এরপর ১৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন শামসুন্নাহার।
১৬ মিনিটে মনিকার পায়ে আসে আরও একটি গোল। পরের মিনিটেই স্কোরশিটে নাম তোলেন ঋতুপর্না। গোলের বন্যায় তুর্কমেনিস্তান দিশেহারা হয়ে পড়ে এবং ১৯ মিনিটে গোলরক্ষক পরিবর্তনে বাধ্য হয়। তহুরা ২০ মিনিটে গোল করে স্কোর ৬-০ করেন।
প্রায় ২০ মিনিট গোল না পেলেও ৪০ মিনিটে কর্নার থেকে বল পেয়ে বাঁ পায়ে ঋতুপর্না দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় এবং দলের সপ্তম গোলটি করেন।
প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় এই বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
জানা যায়, এশিয়ান কাপ বাছাইয়ে আটটি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দলই মূল পর্বে খেলার সুযোগ পাবে। ‘সি’ গ্রুপে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মোট ১৬ গোল করে, বাংলাদেশ কেবল একটি গোল হজম করেছে, সেটিও মিয়ানমারের বিপক্ষে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta