ফ্যাসিবাদকে জনগণ কখনো ক্ষমা করবে না: জামায়াত আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ফ্যাসিবাদ যাই হোক পুরানো বা নতুন, সেটিকে জনগণ কখনো মেনে নেবে না। তিনি বলেন, জনগণ সুষ্ঠু নির্বাচন চায় এবং ২০১৪ ও ২০১৮ সালের মত নির্বাচন আর কখনো দেখতে চায় না। নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্রকারীদের জন্য তিনি বলেন, মানুষ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে এবং প্রয়োজন হলে আবার রক্তের বিনিময়ে তাদের অধিকার ফিরিয়ে নেবে।
শনিবার কুমিল্লা সদর উপজেলার আলেখারচর মোড়ে কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ছাত্র, শ্রমিক, সাধারণ জনগণ ও যুবকরা অতীতে যেভাবে অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, ভবিষ্যতেও যুবকদেরকে তাদের অধিকার আদায়ে এগিয়ে আসতে হবে। তিনি তরুণ ও কৃষকদের জন্য শান্তিপূর্ণ বাংলাদেশের স্বপ্ন প্রকাশ করেন।
আমীর আরও বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয়ের প্রয়োজন নেই। আল্লাহর ভয়ের ওপর ভিত্তি করে একটি দখলমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা উচিত। যতদিন বাংলাদেশে ফ্যাসিবাদের সঙ্কেত থাকবে, ততদিন জামায়াতের কর্মীরা বিরত থাকবে না বলে তিনি জানান।
কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সিটি কাউন্সিলর মোশাররফ হোসাইন, অফিস সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদ, কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন সবুজ, নেতা মু. নুরে আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লায় আমীরে জামায়াত আলেখারচর ও পদুয়ার বাজার বিশ্বরোডে পৃথক দুটি পথসভা পরিচালনা করেন। পথসভা শেষে তিনি ফেনীতে জামায়াতে ইসলামের আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta