গাইবান্ধার ইঞ্জিনিয়ারের গাড়িতে পাওয়া গেল ৩৭ লাখ টাকা
গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের গাড়িতে পুলিশের তল্লাশিতে প্রায় ৩৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে নাটোরের সিংড়ায় এই ঘটনা ঘটে।
বিডি২৪লাইভকে শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি২৪লাইভকে মুঠোফোনে তিনি জানিয়েছেন, গাইবান্ধা থেকে রাজশাহীতে যাওয়ার পথে প্রাইভেটকারটি নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিলে পুলিশের চেকপোস্টে তল্লাশির মুখে পড়ে। গাড়ির চালক নিজেকে গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম বলে পরিচয় দেন। পরে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী প্রায় ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করে এবং তাকে থানায় নিয়ে আসে। তবে সাবিউল দাবি করেন যে, উদ্ধার হওয়া টাকা তার জমি বিক্রির টাকা।
তিনি আরও জানান, সাবিউল ইসলামকে এখনও আটক করা হয়নি। বিষয়টি দুদকে জানানো হয়েছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta