ভূরুঙ্গামারীতে আছিয়ার ধর্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে সমর্থন জানান। মানববন্ধনে 'আমার বোন কবরে খুনি কেন বাহিরে'সহ নানা স্লোগান দেওয়া হয়। এছাড়াও আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর দাবি জানানো হয়।
এইসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ইয়াকুব রহমান শ্রাবন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাহফুজুল ইসলাম কিরণ, শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, গছিডাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta