আইপিএলের জন্য সব দেশের ক্রিকেটারদের না ছাড়া উচিত : ইনজামাম
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক আবারও আইপিএলের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি বিশ্বের সকল দেশের ক্রিকেট বোর্ডকে আইপিএলের জন্য কোনো ক্রিকেটারকে না ছাড়ার অনুরোধ করেছেন।
ইনজামাম বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের ক্রিকেটারদের অন্য দেশের টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করতে দেয় না। সে কারণে অন্যান্য দেশগুলোরও উচিত একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা।
তিনি আরও বলেন, 'আইপিএলে বিশ্বের শ্রেষ্ঠ ক্রিকেটাররা খেলে, কিন্তু ভারতীয় ক্রিকেটাররা অন্য দেশের লিগে অংশ নেয় না। তাহলে, সকল ক্রিকেট বোর্ডের উচিত আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করা। বিসিসিআই যদি তাদের ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলার অনুমতি না দেয়, তাহলে কি অন্য বোর্ডগুলোও কঠোর অবস্থান গ্রহণ করা উচিত নয়?'
শুক্রবার (১৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ইনজামামের এই মন্তব্য একটি স্থানীয় টিভি চ্যানেলে দেওয়া হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি সব দেশের বোর্ডকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
পূর্ববর্তী সপ্তাহে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-নিউজিল্যান্ড ম্যাচের দিনও আইপিএলের বিরুদ্ধে সরব হয়েছিলেন ইনজামাম। তিনি অন্য একটি টেলিভিশন চ্যানেলে এই একই আবেদন করেছেন, যেখানে বিশ্বের সকল ক্রিকেটারই আইপিএলে খেলার স্বপ্ন দেখে। এমনকি অনেক ক্রিকেটার বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়াও এই লিগগুলোতে খেলার জন্য মনস্থ করে।
এছাড়া, বিসিসিআই ভারতের পুরুষ ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি না দিলেও নারী ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি দেয়। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা বিগ ব্যাশ লিগ, নারীদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দ্য হান্ড্রেডে খেলে। পুরুষ ক্রিকেটাররা অবসর নিলেই কেবল বিদেশি লিগে খেলতে পারেন, এবং অবসর নেওয়ার আগে ইংল্যান্ডের কাউন্টি লিগে খেলতে কিছু ক্রিকেটারদের অনুমতি দেওয়া হয়।
সূত্র : ইন্ডিয়া টুডে।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta