যশোরে বাড়িতে প্রবেশ করে ছিনতাই
যশোরের শংকরপুর বটতলা এলাকায় এক নারীর বাড়িতে প্রবেশ করে মাদকাসক্ত দুই দুর্বৃত্ত টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটে শুক্রবার সকালে।
ভুক্তভোগী নারী আনোয়ারা (৫৭) জানান, তার বাড়িতে ঢুকে আব্দুল কুদ্দুসের ছেলে নাহিদ (২২) ও আব্দুল মজিদের ছেলে নয়ন (২৩) নামে দুই মাদকাসক্ত দুর্বৃত্ত তার কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। এ সময় তারা কাঠের লাঠি দিয়ে আনোয়ারাকে আঘাত করে।
স্থানীয়রা আহত আনোয়ারাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান, বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দুজনই মাদকাসক্ত।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta