সুনামগঞ্জে বিদেশি রিভলভার পাওয়া গেছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে এই অস্ত্রটি উপজেলার শ্রীরামসি এলাকা থেকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি বিশেষ টিম রাতে জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি রিভলভার উদ্ধার করতে সক্ষম হয়।
এই তথ্য নিশ্চিত করে র্যাব-৯, সিলেট অতিঃ পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত অস্ত্রটি জগন্নাথপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা কার্যক্রম এবং অভিযানের ধারাবাহিকতা চলমান থাকবে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta