স্ত্রীসহ সাবেক বিজিবি প্রধানের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগে স্ত্রী সোমা ইসলামসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলামের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
এর আগে, দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আবেদন করেছিলেন।
আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে নিজের ও পরিবারের সদস্যদের জন্য অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
এমন পরিস্থিতিতে অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করার জন্য তাদের বিদেশ যাওয়া বন্ধ করা জরুরি।
উল্লেখ্য, সাফিনুল ইসলাম ২০১৮ সালের ২৮ মার্চ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে ছিলেন।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta