পাহাড়ে জমজমাট তরমুজ বাজার
রাঙামাটিতে জমজমাট হয়ে উঠেছে তরমুজের বাজার। বুধবার (৫ মার্চ) ছিল সাপ্তাহিক হাটের দিন, যার কারণে পাহাড়ের বিভিন্ন স্থান থেকে তরমুজ চাষি ও ব্যবসায়ীরা তরমুজ নিয়ে এসে বাজারে বসিয়েছেন। পবিত্র রমজান মাসে তরমুজের চাহিদা অনেক বেড়েছে, এবং রোজাদাররা পাহাড়ের মিষ্টি তরমুজ পেয়ে বেশ খুশি।
রাঙামাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, তরমুজের বাজার বসেছে। দাম সাশ্রয়ী এবং মানেও বেশ ভালো, যা ক্রেতাদের আকর্ষণ করছে। বিক্রেতারা লাভবান হচ্ছেন, আর ক্রেতারাও খুশি।
তরমুজ ব্যবসায়ী নূর উদ্দীন জানান, এক ঘণ্টার মধ্যে ৫০০ তরমুজ বিক্রি হয়ে গেছে। মানুষের মধ্যে তরমুজের চাহিদা রয়েছে। তবে পরিবহণ খরচ বেশি হওয়ায় পাহাড় থেকে তরমুজ বাজারে আনা সহজ নয়।
তরমুজ ক্রেতা মাহামুদা বলেন, রমজান মাসে তরমুজ খুবই প্রয়োজনীয় ছিল, কারণ রোজা রেখে মানুষ পানি ও ফল খেতে পছন্দ করে।
এছাড়া, বুধবার হাটের দিনে রাঙামাটির বনরূপা সমতাঘাট, তবলছড়ি, রিজার্ভ বাজারে তরমুজের প্রাচুর্য দেখা গেছে। কেউ কেউ স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে তরমুজ বিক্রি করছেন ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য অঞ্চলে।
কৃষি বিভাগের মতে, ভালো আবহাওয়া এবং উন্নত চাষাবাদের ফলস্বরূপ রাঙামাটিতে তরমুজের ভালো ফলন হয়েছে। আগাম চাষাবাদের কারণে রমজানে তরমুজ পাওয়া যাচ্ছে, যা চাষি ও ব্যবসায়ীদের জন্য লাভজনক হয়েছে।
রাঙামাটির ১০টি উপজেলার মধ্যে কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, বিলাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, নানিয়ারচর এবং বাঘাইছড়ি এলাকায় ব্যাপক তরমুজ চাষ হয়েছে। শীতকালীন সবজি বাগান এবং জলাভূমি জমিতেও তরমুজের চাষ করা হয়েছে।
রাঙামাটি তরমুজ ব্যবসায়ী মো. হাসান বলেন, তরমুজের দাম ২৫০ টাকা থেকে শুরু হয়ে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তরমুজের মান ভালো, রসালো এবং মিষ্টি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
প্রকাশিত: | By Symul Kabir Pranta