দুই কুমিরের লড়াই, আহত কুমিরকে রাখা হলো আলাদা বেষ্টনীতে
গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কে কুমিরের বেষ্টনীতে দুই পুরুষ কুমিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই দিন ধরে চলা এ লড়াইয়ে এক কুমির মারাত্মকভাবে আহত হয়ে তাকে আলাদা বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে আহত কুমিরটি পার্কের কচ্ছপ বেষ্টনীতে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম জানান, গত দুই দিন ধরে কুমির বেষ্টনীতে দুটি পুরুষ কুমিরের মধ্যে মারামারি চলছিল, যা থামানো যাচ্ছিল না। এরপর রবিবার সকালে পার্কের কর্মীদের সহায়তায় কয়েক ঘণ্টার চেষ্টায় আহত কুমিরটিকে উদ্ধার করে কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করা হয়।
তিনি আরও জানান, কুমির বেষ্টনীতে দুটি সমবয়সী পুরুষ কুমির এবং একটি মাদী কুমির রাখা ছিল। সেখানে দুটি পুরুষ কুমিরের মারামারিতে একটি কুমির গুরুতর আহত হয়।
বিডি প্রতিদিন/হিমেল
প্রকাশিত: | By Symul Kabir Pranta