শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদ পদত্যাগ করেছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেছেন।
শুক্রবার সন্ধ্যায় তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে সৈয়দ জামিল আহমেদ উল্লেখ করেছেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ লাভ করি। আজ ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আমি এই পদ থেকে পদত্যাগ করছি। দয়া করে আমার পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।’
এটি উল্লেখযোগ্য যে, গত ৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তার জন্য শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে একটি প্রজ্ঞাপন জারি করেছিল।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta