চলন্তিকায় নিজের নামে প্রকাশিত বইয়ে অটোগ্রাফ দিলেন আমিনুল হক
অমর একুশে বইমেলার চলন্তিকা স্টলে এবার প্রকাশিত হয়েছে ‘একজন আমিনুল হক’ বইটি।
বইটি প্রকাশিত হওয়ার পরপরই শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এই স্টলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আমিনুল হক বসে পাঠকদের কাছে বইটি অটোগ্রাফসহ প্রদান করছেন।
এর আগে, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এবং সাফজয়ী ফুটবলার আমিনুল হকের জীবনের গল্প নিয়ে রচিত ‘একজন আমিনুল হক’ বইটি প্রকাশ করে চলন্তিকা। বইটির মোড়ক উন্মোচন করেন রাশেদ রানা।
এই বইতে ফুটবলের মাঠ থেকে রাজপথে আমিনুল হকের সাহসী ভূমিকা, তার সংগ্রাম, ত্যাগ এবং দক্ষ সংগঠক হিসেবে তার অভিজ্ঞতা বর্ণিত হয়েছে।
চলন্তিকা স্টলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে আগত পাঠকরা ও দলীয় নেতাকর্মীরা বইটি কিনতে উন্মুখ এবং আমিনুল হকের কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছেন।
মোহাম্মদপুর থেকে আসা পাঠক মীর মো: কামাল হোসেন জানান, তিনি আমিনুল হকের জীবনী সম্পর্কে জানেন। তিনি বলেন, ‘আমি দেখেছি কিভাবে স্বৈরাচারী সরকার এই সাফজয়ী ফুটবলারকে অন্যায়ভাবে দমন-পীড়ন করেছে। আমিনুল হকের জীবনের গল্প বাংলাদেশের মানুষের জন্য একটি প্রেরণা। তাই বইটি কিনেছি।’
আমিনুল হক জানান, তিনি কখনো ভাবেননি যে, পাঠকরা তার জীবনী নিয়ে লেখা বইটিতে এতটা আগ্রহ দেখাবেন। তিনি বইটির লেখক এবং পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta