বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’
অমর একুশে বইমেলায় নতুন করে প্রকাশিত হয়েছে আহমেদ বায়েজীদের কিশোর সায়েন্স ফিকশন ‘মহাকাশে দুঃস্বপ্ন’। বইটিতে কিশোরদের জন্য ১৭টি বৈজ্ঞানিক কল্পকাহিনী রয়েছে।
এই বইয়ের গল্পগুলি পাঠকদের বৈজ্ঞানিক কল্পকাহিনীর এক নতুন জগতে নিয়ে যাবে। বইটি মহাকাশ ভ্রমণ, রোবট, এলিয়েনসহ কল্পবিজ্ঞানের বিভিন্ন গল্প দিয়ে সাজানো হয়েছে।
সাংবাদিক আহমেদ বায়েজীদ দীর্ঘ সময় ধরে শিশু-কিশোরদের জন্য লেখালেখি করছেন। দেশের প্রথম সাড়ির শিশু-কিশোর ম্যাগাজিনগুলিতে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়। ‘মহাকাশে দুঃস্বপ্ন’ বইটি তাঁর প্রকাশিত এবং অপ্রকাশিত গল্পগুলির মধ্যে থেকে বাছাইকৃত ১৭টি গল্প নিয়ে তৈরি।
বইটি প্রকাশ করেছে রাবেয়া বুকস এবং এর প্রচ্ছদ ডিজাইন করেছেন আবরার আবীর। বইটি রাবেয়া বুকসের ৩ ও ৪ নম্বর স্টল এবং আফসার ব্রাদার্সের ৩৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ১৫০ টাকা।
এছাড়া বইটি ঢাকা ও চট্টগ্রামের বাতিঘরেও পাওয়া যাচ্ছে এবং বাতিঘরের ওয়েবসাইট থেকে অনলাইনে কেনা যাবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta