মেলায় সাংবাদিক মাইদুর রহমান রুবেলের তিনটি বই
এবারের একুশে বইমেলায় সাংবাদিক ও কথাসাহিত্যিক মাইদুর রহমান রুবেলের তিনটি বই প্রকাশিত হয়েছে। তিনি একাধারে কথাসাহিত্যিক, টিভি উপস্থাপক, গীতিকার, নাট্যকার, টিভি স্ক্রিপ্ট লেখক।
লেখালেখির যাত্রা শুরু ২০০০ সালে। এই বছর লেখালেখির ২৫ বছর পূর্ণ হলো, অর্থাৎ রজতজয়ন্তী। এই সময়ের মধ্যে প্রকাশিত হয়েছে অন্তত ১৭টি বই, যার মধ্যে ছোটগল্প, শিশুসাহিত্য, সাংবাদিকতা ও জুলাই বিপ্লবের বইগুলো উল্লেখযোগ্য।
এ বছর ইতি প্রকাশ থেকে দুটি বই প্রকাশিত হয়েছে, ‘৩৬ জুলাই স্বৈরাচার পতন বাঙালির মুক্তি’ এবং ‘৭ নভেম্বর ইতিহাসের নতুন মোড়’। মেলায় ইতি প্রকাশের প্যাভিলিয়নটি ২২ নম্বর স্টলে অবস্থিত। এখানে জিয়া বাড়ী নামে পরিচিত একটি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বগুড়ার বাড়ীর আদলে।
এছাড়া শিশুতোষ বই ‘পরীস্থানে রয়েল বেঙ্গল টাইগার’ প্রকাশিত হয়েছে কানামাছি প্রকাশনী থেকে। কানামাছির স্টল নম্বর ৩৯৭।
মাইদুর রহমান রুবেল জানান, ‘লেখালেখি শুরু করেছি প্রায় ২৫ বছর আগে। জীবনের প্রয়োজনে সাংবাদিকতার দিকে ঝুঁকলেও, লেখালেখি আমার জন্য একটি অভ্যাস হয়ে উঠেছে। যদিও এখন লেখালেখির জন্য সময় পাই না, তবে সাংবাদিকতা যেহেতু লেখার কাজ, বই লেখার মায়া ছাড়তে পারি না।’
‘৩৬ জুলাই স্বৈরাচার পতন বাঙালির মুক্তি’ বইটি নিয়ে তিনি বলেন, “এই বইয়ে এমন অনেক ঘটনা প্রকাশিত হয়েছে যা আগে গণমাধ্যমে প্রকাশ পায়নি। বইটিতে জুলাই বিপ্লবের সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও গণমাধ্যমের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।” তিনি আশা করেন, এই বইটি জুলাই বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে।
মাইদুর রহমান রুবেল একজন পুরোদস্তুর গণমাধ্যমকর্মী। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং এলএলবি পাশ করে তিনি আদালত পাড়ার পরিবর্তে গণমাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১১ সালে প্রথম প্রকাশিত তার ছোট গল্পগ্রন্থ ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’। গল্প, কবিতা, শিশুসাহিত্য, প্রবন্ধ ও সাংবাদিকতা নিয়ে তার প্রায় দেড় ডজন বই প্রকাশিত হয়েছে। তার আলোচিত বইগুলোর মধ্যে ‘টেলিভিশন সংবাদ ও সাংবাদিকতা’ অন্যতম। এছাড়া তিনি সৃজনশীল সাহিত্যের কাগজ ‘কালস্রোত’ এবং ভূতবিষয়ক পত্রিকা ‘ভূত ডটকম’-এর নিয়মিত সম্পাদক। ১৯৯৮ সালে নারায়ণগঞ্জের আইইটি স্কুলের ম্যাগাজিন ও স্থানীয় ছোট কাগজে লেখালেখি শুরু করেন। পরে জাতীয় দৈনিক ‘যুগান্তর’ ও ‘প্রথম আলো’-তে লেখা শুরু করেন। বর্তমানে বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড ‘আরটিভি’র অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কর্মরত আছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta