সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতার নিদর্শন বিষয়ক বিশেষ প্রদর্শনী উদ্বোধন
বাংলাদেশ জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের উদ্যোগে বিভাগে সংরক্ষিত নিদর্শন বিষয়ক বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, সরকারের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব ও সরকারের উপসচিব মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন শক্তি পদ হালদার, কীপার (চলতি দায়িত্ব), সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগ, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কীপার সুস্মিতা বিশ্বাস।
প্রদর্শনীতে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, এস. এম. সুলতান, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, এম. মহিউদ্দিন, মাসুদুল আলম, মোহাম্মদ ফকরুল ইসলাম, এ. কে. এম. কাইয়ুম, বীরেন সোম, এমদাদুল হক, মো. মতলুব আলী, আবদুল মুকতাদির, ফকরুজ্জামান, মোহাম্মদ মোহসিন, তাজুল ইসলাম, গৌতম চক্রবর্তী, দিলারা বেগম জলি, তন্দ্রা দাস, মো. রেজাউল করিম, তরুণ কুমার ঘোষ, জাহিদ মুস্তাফা, মোহাম্মদ ফকরুল ইসলাম, সৈয়দ ইকবাল, মাকসুদা ইকবাল নীপা, সিদ্ধিনাথ শঙ্কর তালুকদার, উত্তম কুমার কর্মকার, নাজিয়া আন্দালিব প্রমি, লায়লা শারমিন, মো. তানভীর জালাল, আনিছুজ্জামান সোহেল, আলী আকবর, জেবুন্নাহার নাঈমা, ফারহানা ইয়াসমীন, উপমা দাস, তাদাইচি সাকামোতো (জাপান) এবং যোসাইয়া ম্যাকনামারা (ফিজি)সহ ৩৬ জন শিল্পীর ৭৭টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এমন প্রদর্শনীর আয়োজন বাড়ানো প্রয়োজন যাতে নতুন প্রজন্ম দেশের স্বনামধন্য শিল্পীদের কাজ দেখার সুযোগ পায়। শিক্ষার্থীদের অংশগ্রহণ এ ধরনের আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে।
২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত দর্শনার্থীদের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিনামূল্যে প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta