ভাষার আগ্রাসন ও নতুন বাংলাদেশ
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পরিকল্পনার কথা প্রকাশ করেন। এবার এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন, ‘ফিলিস্তিনি জনগণকে তাদের জমি থেকে বিতাড়িত করার যে কোনো উদ্যোগ’ সংযুক্ত আরব আমিরাত (ইউ-এ-ই) গ্রহণ করবে না। বুধবার রুবিওর আবুধাবি সফরের সময় তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইউ-এ-ই এই বক্তব্য প্রচার করেছে। পাশাপাশি, প্রেসিডেন্ট গাজায় সঙ্ঘাত সমাপ্তির গুরুত্বের ওপরও আলোকপাত করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘তিনি গাজার পুনর্গঠনকে দুই-রাষ্ট্র সমাধানের সাথে যুক্ত করে একটি সমন্বিত ও স্থায়ী শান্তির পথ তৈরি করার ওপর জোর দিয়েছেন, যা ওই অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র উপায়।’
ট্রাম্প গাজা নিয়ে যে পরিকল্পনা তুলে ধরেছিলেন, তা হলো ফিলিস্তিনিদের গাজা ছেড়ে অন্য দেশে চলে যেতে বলা এবং যুক্তরাষ্ট্র ওই ফিলিস্তিনি অঞ্চলের পুনর্গঠনে সহায়তা করবে। ট্রাম্পের এই পরিকল্পনা আরব নেতাদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। উল্লেখ্য, রুবিওর এই সফরটি ছিল একাধিক দেশে সফরের অংশ। গাজা অঞ্চলে ইসরাইল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতির শেষ সপ্তাহগুলিতে তিনি ইসরাইল ও সৌদি আরবের নেতাদের সাথে আলোচনা করেছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta