সাদা-নীল বাস
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজের ছায়া বিরাজমান। সেই সঙ্গে ক্যাম্পাসের পরিবেশে প্রভাব বিস্তার করে থাকে নীল-সাদা বাসগুলো, যা এখানকার সৌন্দর্যকে আরও পরিপূর্ণ করে তোলে। এই বাসে চড়ে আমরা গন্তব্যে পৌঁছাই এক আনন্দময় পরিবেশে।
প্রিয় ক্যাম্পাসের প্রতি মনে বারবার আকর্ষণ আসে। সেই স্মৃতিগুলোর মাঝে ক্যাম্পাসের বাসগুলো চিরকাল অমলিন হয়ে থাকে। প্রথম প্রেমের মতো, নীল-সাদা বাসের উপস্থিতি হৃদয়ে অস্থিরতা তৈরি করে। সেই বাসের সঙ্গে জীবন চলে এক সঙ্গে, এমন এক চিত্র যে মনে জড়িয়ে যায়। যখন ক্যাম্পাসের বাসগুলো একসাথে রওনা হয়, তখন একটা চমৎকার দৃশ্য উপস্থাপন হয়, যা কবিতা হয়ে ওঠে। ‘প্রতিদিনের রুটে চলা নীল-সাদা বাস, আমাদের প্রিয় ক্যাম্পাসের প্রতিচ্ছবি।’
জীবন চলতে থাকে সময়ের প্রবাহে। ক্যাম্পাসের বাসস্ট্যান্ড যেন এক বিশাল মঞ্চ যেখানে বাসগুলোর অপেক্ষায় শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকে, তাদের গল্প, গান ও আড্ডা তৈরি হয় এখানেই। নির্দিষ্ট সময়ে বাসগুলো ছেড়ে যায়। এইভাবে বলতে পারি, ‘সময়ের নিয়মে চলে প্রতিদিন, দুই চোখে থাকে স্মৃতি প্রবাহিত।’
যত ব্যস্ততা থাকে, তার মাঝে এই নীল-সাদা বাসের অভিজ্ঞতা এক সুখকর অনুভূতি তৈরি করে। যাত্রীদের জন্য যা ছিল অভিন্ন। বাসের আসা-যাওয়া যেন প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠেছিল। দেরি হলে মন এক অস্থির হয়ে উঠত। ‘প্রতিদিন বাসে উঠি, চারপাশে খুঁজে দেখি নতুন কিছু।’
আমাদের বাসে এক ধরনের সমতা ছিল। বিশেষ করে প্রথম চারটি সিট ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকত। কারণ নওহাটা যাওয়ার জন্য সেখানে ছাত্রীরা এই বাস ব্যবহার করত। আমরা একসাথে থাকতাম, কখনো তাদের সিট পূর্ণ হলে আমরা দাঁড়িয়ে থাকতাম, আর এই দাঁড়িয়ে থাকার মাঝেও এক ধরনের আনন্দ ছিল।
জীবনের এক বড় অধ্যায় ছিল ক্যাম্পাসের বাসের সঙ্গ। প্রথম দিকে পথ চিনতে অসুবিধা হলেও সময়ের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। এখন এসব স্মৃতির খোঁজে চলে যাই। ‘এখানে বড় শিক্ষা, ক্যাম্পাসের চেনা পথেই।’
আমরা নওহাটাগামী বাসে উঠতাম। আমাদের সাথে থাকত শফিক, কুদ্দুস, মাইনুল, মুজাফফর, আখতার। মাঝে মাঝে মনে হতো, ‘ক্লাসের ফাঁকে শহর দেখতে বেরিয়ে পড়ি, একসাথে সময় কাটিয়ে ফিরে আসি।’
বিশ্ববিদ্যালয়ের বাসে শহর ভ্রমণের অনুভূতি একদম আলাদা। এক রকম অনুভূতি যা ব্যাখ্যা করা কঠিন। শহরের বাতাস ও আলো এখনো মনে রয়ে গেছে। এখানকার পরিবেশে কবিতা লেখা সহজ হয়। জীবনের প্রয়োজনেই শহর ছাড়লাম ২০১৯ সালে, কিন্তু নীল-সাদা বাসের সঙ্গী হয়ে ফিরে যেতে মন চায়। ‘জীবনের চলার পথে হাসি, গান, সব কিছু মিশিয়ে নিয়ে আসি।’ রাবির নীল-সাদা বাসই সৌন্দর্যের অনন্য প্রতীক।
সাবেক শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: | By Symul Kabir Pranta