চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গুলিতে নিহত অজ্ঞাত পরিচয় ৮ শহীদকে বেওয়ারিশ মরদেহ হিসেবে দাফন করা হয়েছে। তাদের পরিচয় জানার জন্য সহায়তা চেয়েছে পুলিশ সদর দপ্তর।
আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত পরিচয় ৮ শহীদকে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ মরদেহ হিসেবে দাফন করা হয়েছে। শহীদদের ছবিগুলি পুলিশ হেডকোয়ার্টারে সংরক্ষিত রয়েছে। তাদের শনাক্ত করতে কোনো তথ্য জানলে ০১৩২০০০১২২৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ
প্রকাশিত: | By Symul Kabir Pranta