বইমেলায় কবীর আলমগীরের ‘ছাত্র-জনতার অভ্যুত্থান এবং আওয়ামী লীগের পতন’
এবারের অমর একুশে গ্রন্থমেলায় লেখক ও গবেষক কবীর আলমগীরের চতুর্থ বই ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতন’ প্রকাশিত হয়েছে।
গ্রন্থমেলায় বইটি বাংলানামার ৫৬০ নম্বর স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান) পাওয়া যাচ্ছে। ১৬৮ পৃষ্ঠার বইটির মূল্য ৫৫০ টাকা। বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন গৌরব চন্দ।
বইটি সম্পর্কে কবীর আলমগীর বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতন’ একটি সমকালের গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল ও বিশ্লেষণ। এতে বাংলাদেশে আওয়ামী লীগের একক আধিপত্য, দলটির দুর্নীতি এবং তাদের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতা কীভাবে ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে উচ্ছেদ করেছে তার বিস্তারিত বর্ণনা এবং এর কারণ খোঁজা যাবে এই গ্রন্থে।
রাজনৈতিক পালাবদলের পরেও দেশের জনগণ একটি আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখে, কিন্তু বারবার তাদের আশা ভেঙে গেছে। বইটিতে উঠে এসেছে, এবারের বিপ্লব বা গণঅভ্যুত্থানও কি হারিয়ে যাবে, সেই প্রশ্নও।
আওয়ামী লীগের পতনের পর অন্য রাজনৈতিক দলগুলোর জন্য কোন শিক্ষা রয়েছে, সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। কবীর আলমগীর বলেন, ‘এটি বর্তমান সময়ের রাজনীতি ও রাষ্ট্র কাঠামোর গভীর বিশ্লেষণ। আশা করি, পাঠকরা বইটি পড়ে রাজনীতি বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাবে।’
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta