অহঙ্কারের ফল
জামালপুরের সরিষাবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে শ্রমিক দলের নেতা আব্দুল আজিজ ওরফে সোনা সরদার (৬০) নিহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া এলাকায় আব্দুল করিম মিয়ার ফসলি জমিতে এ ঘটনা ঘটে।
আব্দুল আজিজ ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের আব্দুল করিম ও আব্দুস সালাম মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার, বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ থামানোর চেষ্টা করতে গিয়ে আব্দুল আজিজকে সজোরে ধাক্কা দেওয়া হয়, এবং তিনি পাশের কোদালের উপর পড়ে নাকে ও কপালে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া নয়া দিগন্তকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
প্রকাশিত: | By Symul Kabir Pranta