জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মোসলেম আলীর ৮৬তম জন্মদিন
কিছু তারিখ ইতিহাসের অংশ হয়ে থাকে, কিছু তারিখ নিজের মাঝে ইতিহাস হয়ে ওঠে। এমনই এক অসাধারণ ব্যক্তি ছিলেন অধ্যাপক মোসলেম আলী, যিনি ৭ ফেব্রুয়ারি তার জন্মদিনে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। ওইদিনই তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার জোড় মল্লিকা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি রাজশাহী কলেজ থেকে এইচএসসি ও রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।
১৯৬৩ সালে পূর্ব পাকিস্তান শিক্ষা সার্ভিস কমিশনের মাধ্যমে তিনি রাজশাহী কলেজে রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে অধ্যাপক পদে উন্নীত হয়ে ১৯৬৭ সালে সিলেট এমসি কলেজে যোগদান করেন এবং কিছুদিন পর আবার রাজশাহী কলেজে ফিরে আসেন।
১৯৭২ সালে তিনি বগুড়া আজিজুল হক কলেজে যোগদান করে সেখানে রসায়ন শাস্ত্রে সম্মান কোর্স চালু করেন। এরপর ১৯৭৫ সালে তিনি নওগাঁ ডিগ্রি কলেজে ডেপুটেশনে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তার নেতৃত্বে নওগাঁ কলেজে নতুন দিশা খুঁজে পায়। ১৯৭৭ সালে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে খুলনা বিএল কলেজে যোগদান করেন। ১৯৮১ সালে রাজশাহী কলেজে রসায়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এরপর তিনি নিউ গভঃ ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং ১৯৮৬ সালে নাটোর এনএস কলেজে অধ্যক্ষ পদে দায়িত্ব পান। তার দক্ষ পরিচালনায় কলেজটি শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি পায় এবং তিনিও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।
১৯৮৯ সালে তিনি পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং ১৯৯২ সাল পর্যন্ত তার নেতৃত্বে কলেজটি নানা গৌরব অর্জন করে।
১৯৯২ সালে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেন এবং এর পরবর্তী সময়ে তিনি জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে যোগদান করেন।
অবসর গ্রহণের পর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক পদে দায়িত্ব নেন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক হিসেবেও কাজ করেন।
তিনি পৃথিবীর নানা দেশ যেমন ইরান, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, ভারত, সিঙ্গাপুর, ভিয়েতনাম ইত্যাদি ভ্রমণ করেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
২০১৮ সালে তিনি বাপা সংগঠনের উপদেষ্টা পদে থাকাকালীন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রকল্পের নেতৃত্ব দেন। অধ্যাপক মোসলেম আলী ১৬ এপ্রিল ২০২১ মারা যান এবং তার স্ত্রী মিসেস শরীফা আলীও ২০ এপ্রিল ২০২১ মৃত্যুবরণ করেন।
তাদের দুজনেই রাজশাহী গোরহাঙ্গা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন। যদিও তারা আমাদের মাঝে আর নেই, তবে অধ্যাপক মোসলেম আলী তার কর্মের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবেন।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta