বায়ু দূষণ থেকে সুরক্ষা পেতে পরামর্শ
ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বায়ু দূষণ থেকে রক্ষা পেতে বাড়ির বাইরে গেলে মাস্ক পরার এবং অতি প্রয়োজন ছাড়া স্বাস্থ্যঝুঁকিতে থাকা (অসুস্থ, বৃদ্ধ, শিশু) ব্যক্তিদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এই তথ্য বুধবার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুষ্ক মৌসুমে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় বায়ু মান মাঝে মাঝে অস্বাস্থ্যকর বা ঝুঁকিপূর্ণ পর্যায়ে চলে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের বায়ুমান মনিটরিং সেন্টারের তথ্য অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) নিয়মিতভাবে তাদের ওয়েবসাইটে (https://doe.portal.gov.bd/) প্রকাশ করা হচ্ছে।
একিউআই প্রতি ঘণ্টায় পরিবর্তিত হয়ে থাকে। আজ ৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ঢাকার বায়ু মান (একিউআই-২৫০) যা খুব অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। এই পরিপ্রেক্ষিতে ঢাকার বাসিন্দাদের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র : বাসস।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta