একুশে বইমেলায় কবি টিএম মনোয়ার হোসেনের ‘কেতুমিয়ার ভিজিট কম’ প্রকাশিত
অমর একুশে বইমেলায় কবি-সাহিত্যিক টিএম মনোয়ার হোসেনের কাব্যাপোন্যাস ‘কেতুমিয়ার ভিজিট কম’ প্রকাশিত হয়েছে।
কাব্যগ্রন্থ প্রকাশনীর পরিবেশনায় ‘কেতুমিয়ার ভিজিট কম’ প্রথম ও দ্বিতীয় খণ্ড একসঙ্গে পাওয়া যাচ্ছে রাজা প্রকাশনীর ৮২ নম্বর স্টলে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরণীপাড়া গ্রামের মরহুম বদিউজ্জামান ও মরহুমা মনোয়ারা বেগমের সন্তান কবি টিএম মনোয়ার হোসেন।
তিনি বর্তমানে পঞ্চগড় জেলা প্রশাসনের অধীনে পরিচালিত ‘কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন’-এর মাধ্যমিক শাখায় বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
কবি টিএম মনোয়ার হোসেন জানান, তাঁর প্রকাশিত ১৩টি একক গ্রন্থের মধ্যে ‘কেতুমিয়ার ভিজিট কম’ এক অনন্য কাব্যাপোন্যাস। এটি সব শ্রেণির পাঠকের জন্য উপভোগ্য হবে বলে তিনি মনে করেন। ‘কেতু’ নামটি শুনলেই যেনো এক ধরনের কৌতূহল জাগে। কে এই কেতু? কেতু আমাদের সমাজেরই এক চরিত্র, যার বেড়ে ওঠা নানা প্রতিকূলতার মধ্যে। নষ্ট হয়ে যাওয়া এক টোকাইয়ের জীবনের নানা উপদেশ, দিকনির্দেশনা এবং বাস্তবতার প্রতিচিত্র এ বইয়ে তুলে ধরা হয়েছে।
এছাড়াও বইটিতে রয়েছে নতুন নানা তথ্য ও উপাত্ত, যা একুশে বইমেলায় বেস্ট সেলার হিসেবে জায়গা করে নিয়েছে। এটি সোহরাওয়ার্দী উদ্যানের রাজা প্রকাশনীর ৮২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। কবি বিশ্বাস করেন, এবারের বইমেলায় তার কাব্যাপোন্যাস অনেক পাঠকের হাতে পৌঁছাবে।
লেখকের অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘এ কেমন পৃথিবী’ (উপন্যাস), ‘পরীর রাজ্যে আমি’ (কিশোর উপন্যাস), ‘সাত সমুদ্র তের নদী’ (কিশোর উপন্যাস), ‘ছড়ার বেশে কল্প দেশে’ (শিশুতোষ ছড়া), ‘কেতুমিয়ার ভিজিট কম’ (কাব্যাপোন্যাস), ‘প্রেম’ (কাব্যগ্রন্থ), ‘শূন্যেই শূন্যতা’ (কাব্যগ্রন্থ), ‘স্মৃতির অ্যালবামে স্বাধীনতা’ (কাব্যগ্রন্থ), ‘সিঁড়ি বেয়ে’ (কাব্যগ্রন্থ), ‘হাফ ডজন প্রেম কয়েক ডজন কথা’ (গল্পগ্রন্থ), ‘দুঃখের অরণ্যে বসবাস’ (গল্পগ্রন্থ), ‘প্রেমের কত রকম ফের’ (গল্পগ্রন্থ) ও ‘ভালোর পথে নতুন আলো’ (শিশুতোষ ছড়া)।
শিক্ষকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি তিনি গানও লিখে থাকেন। তিনি এ পর্যন্ত আধুনিক, পল্লীগীতি, ভাওয়াইয়া, বিচ্ছেদ, বাউল ও দেশের গানসহ প্রায় ২৫০টিরও বেশি গান রচনা করেছেন।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta