দেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে ‘বিশ্ব মেছোবিড়াল দিবস’
বাঘের মতো দেখতে হলেও মেছোবিড়াল মূলত বিড়ালজাতীয় স্তন্যপায়ী প্রাণী, যা দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাস করে। মেছোবিড়াল অত্যন্ত শান্ত ও লাজুক প্রকৃতির নিরীহ বন্যপ্রাণী। এক সময় এটি দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যেত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই বন্যপ্রাণীটি এখন বিলুপ্তির পথে।
দেশের বনাঞ্চলে আট প্রজাতির বুনোবিড়ালের মধ্যে একটি হল মেছোবিড়াল (Fishing Cat), যা স্থানীয়ভাবে বাঘুইলা নামে পরিচিত। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য গণমাধ্যমে এটিকে মেছোবাঘ হিসেবে উল্লেখ করা হচ্ছে। বাঘ শব্দটি যুক্ত হওয়ার কারণে মানুষের মধ্যে এই প্রাণী সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এই ভুল ধারণাই সম্ভবত মেছোবিড়ালের বিপদ আরও ত্বরান্বিত করেছে।
বিলুপ্তির হুমকিতে থাকা এই প্রাণীটি সংরক্ষণের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘বিশ্ব মেছোবিড়াল দিবস’। দিবসটির প্রতিপাদ্য হল- ‘যদি জনগণ হয় সচেতন, মেছোবিড়াল হবে সংরক্ষণ’।
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শনিবার (১ ফেব্রুয়ারি) দিবসটি উদযাপিত হচ্ছে। ‘বন অধিদপ্তর’ এই প্রাণীটির সংরক্ষণ এবং অস্তিত্ব রক্ষায় সচেতনতা বাড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
প্রকাশিত: | By Symul Kabir Pranta