আপনার সংবাদ প্রতিবেদনটি HTML বিন্যাস অপরিবর্তিত রেখে পুনর্লিখন করা হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত ও প্রাক্তন পঞ্চগড়ের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পঞ্চগড়ের (ডিইউসেপ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এই কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরিব হাসান শাওন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিউজ্জামান লাবীব।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুশরাত জামান নিতু। তিনজনই কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হন।
শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসময় নবনির্বাচিতদের এক বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শাকিল আনোয়ার ও রিফা জাকিয়া।
নতুন সভাপতি আরিব হাসান শাওন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র।
সাধারণ সম্পাদক রাফিউজ্জামান লাবীব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র।
সাংগঠনিক সম্পাদক নুশরাত জামান নিতু উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং রোকেয়া হলের আবাসিক ছাত্রী।
উল্লেখ্য, ডিইউসেপের ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিটি পদে একক প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি আরিব হাসান শাওন বলেন, "সিনিয়রদের দিকনির্দেশনা ও নবীনদের কর্মচঞ্চলতায় সংগঠনকে সক্রিয় রাখার জন্য আমি কাজ করতে চাই। সংগঠনের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করছি।"
সাধারণ সম্পাদক রাফিউজ্জামান লাবীব বলেন, "ডিইউসেপকে ক্যাম্পাসের অন্যান্য জেলা সংগঠনের মধ্যে আলাদা অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করব। পাশাপাশি সদস্যদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ক্যারিয়ার সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাবো।"
সাংগঠনিক সম্পাদক নুশরাত জামান নিতু বলেন, "সবার আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সকল সীমাবদ্ধতা কাটিয়ে সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।"
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta