রাত পোহালেই শুরু হচ্ছে বইমেলা।
রাত পোহালেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাসব্যাপী এই বইমেলার উদ্বোধন করবেন।
বইমেলায় এবার একটি নতুন অংশ থাকবে, যার নাম জুলাই চত্বর। এখানে গণ-অভ্যুত্থানের চিত্র প্রদর্শিত হবে। এছাড়া এবারের বইমেলা হবে পলিথিনমুক্ত।
শুক্রবার সরেজমিনে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করে দেখা গেছে, বাংলা একাডেমি প্রাঙ্গণ সজ্জিত হচ্ছে ধীরে ধীরে।
হাতুড়ি, পেরেক, এবং রং-তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। স্টল সংখ্যা বাড়ানো হয়েছে এবং মানসম্পন্ন বইয়ের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। প্রকাশকদের প্রত্যাশা, এবারের মেলা বাণিজ্যিক দিক থেকে আরও সফল হবে, যা গত কয়েক বছরের তুলনায় বেশ ভিন্ন।
এদিকে, শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা এবং পরিকল্পনা নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ডিএমপি কশিনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, বইমেলায় যাতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সব ধরনের সতর্কতা গ্রহণ করা হয়েছে। বাংলা একাডেমিকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে কোনো উস্কানিমূলক বই মেলায় না আসে।
এ সময় ডিএমপি কমিশনার জানান, পুলিশের পাশাপাশি র্যাব এবং গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য বাহিনীও বইমেলার নিরাপত্তায় কাজ করবে। একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, এবং সার্বক্ষণিক পুলিশ উপস্থিত থাকবে। সিসিটিভির মাধ্যমে পুরো বইমেলা পর্যবেক্ষণ করা হবে।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta