একুশে বই মেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
“জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বই মেলা। ওই দিন বিকেল ৩টায় বই মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে তথ্য জানান একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
তিনি বলেন, ১ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় বই মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বই এবং বইমেলা বাংলাদেশের জ্ঞানভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক গঠন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এবারের মেলা সকল সম্ভাবনায় আলোকিত হবে- আমাদের প্রাণের বইমেলা।
মেলার পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন জানান, ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে রাত সাড়ে ৮টার পর নতুন করে মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না। ছুটির দিন মেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে (৮ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি ব্যতীত)।
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta