মুক্তি পেল ৫৪টি খাঁচাবন্দি পাখি
নোয়াখালীর মাইজদী বাজারে বিক্রির উদ্দেশ্যে আটক ৫৪টি শালিক, টিয়া ও ঘুঘু পাখি জব্দ করেছে উপকূলীয় বন বিভাগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ পাখিগুলো অবমুক্ত করেন।
সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় বিক্রির জন্য আটক রাখা ৫৪টি পাখি উদ্ধার করে উপকূলীয় বন বিভাগ। খাঁচায় বন্দি অবস্থায় পাখিগুলো কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল। পরে বন বিভাগের তত্ত্বাবধানে তাদের সুস্থ করে তুলে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় চত্বরে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।
বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, "পাখির অবাধ অবাধ চলাফেরা জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যপাখি বিলুপ্তি থেকে রক্ষা করতে এবং সংরক্ষণের জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে।" তিনি আরও জানান, উপকূলীয় বন বিভাগের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
এ সময় বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলসহ অন্যান্য বন কর্মকর্তারা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক
প্রকাশিত: | By Symul Kabir Pranta