বাড়ি ফিরে এলেন সেই 'নিখোঁজ' ব্যাংক কর্মকর্তা, ছিলেন কুয়াকাটায়
রাজধানীর খিলক্ষেত থেকে নিখোঁজ জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিজের বাসায় সুস্থ অবস্থায় ফিরে এসেছেন।
পুলিশ জানায়, তিনি ব্যক্তিগত কাজে কুয়াকাটা সফর করেন এবং পরে স্বেচ্ছায় বাড়িতে ফিরে আসেন।
রোববার (৬ জুন) ভোর ৫টার দিকে মুশফিকুর রহমান নামাপাড়ার নিজ বাসায় উপস্থিত হন।
খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মুশফিকুর রহমান কুয়াকাটা গিয়েছিলেন ব্যক্তিগত কারণে। তিনি এখন সুস্থ এবং বাসায় ফিরেছেন।
এর আগে, গত শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার পর থেকে তার কোনো খোঁজ না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়। এরপর মুশফিকুর রহমানের সন্ধানে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জনতা ব্যাংকের কোম্পানি সচিব আবদুল আলিম খান জানান, শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে মুশফিকুর রহমান বাড়ির সামনে থেকে একটি রিকশায় উঠেন এবং তারপর থেকে তার কোন তথ্য পাওয়া যায়নি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta