অভিমান করে ঘর ছেড়ে যাওয়া ছাত্রদল নেতাকে পুলিশ ফিরিয়ে আনল
পরিবারের সঙ্গে মনোমালিন্যের কারণে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া ছাত্রদল নেতা কারিমুল হাসানকে জয়পুরহাট থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) উদ্ধার করেছে। শনিবার (৫ জুলাই) জয়পুরহাট সদর উপজেলার শ্যামপুর পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কারিমুল (১৮) বগুড়ার শাজাহানপুর উপজেলার বয়রাদিঘী গ্রামের বাসিন্দা এবং বেসরকারি সাইক পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক। রোববার (৬ জুলাই) সকালে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
৩ জুলাই থেকে কারিমুল নিখোঁজ ছিলেন। পরদিন তার পিতা বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা গোপনে তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান চিহ্নিত করে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে জয়পুরহাট সদর থানা এলাকার শ্যামপুর পুরানাপৈল থেকে তাকে উদ্ধার করে।
আতোয়ার রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারিমুল জানিয়েছেন, পারিবারিক কারণে অভিমান করে স্বেচ্ছায় বাড়ি ত্যাগ করেছিলেন। তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta