জাকাতের উদ্দেশ্যে রাখা অর্থ নিজ প্রয়োজনে ব্যবহার করা যাবে কি?
নেসাব পরিমাণ সম্পদের মালিকের জন্য প্রতি বছর জাকাত দেওয়া ফরজ। তবে এটি শর্তসাপেক্ষ যে এক বছর পূর্ণ হওয়া প্রয়োজন।
যখন কেউ নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হন এবং এক বছর অতিবাহিত হয়, তখন তার হাতে থাকা জাকাতযোগ্য সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত হিসেবে দান করতে হবে।
এই গুরুত্বপূর্ণ ইসলামী বিধানটি না পালন করলে আল্লাহ তায়ালার পক্ষ থেকে কঠিন শাস্তির ভয়াবহতা বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘এবং যারা সোনা ও রুপা জমা করে রাখে, আর তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও, যেদিন সেগুলো জাহান্নামের আগুনে গরম করা হবে, তারপর তা দিয়ে তাদের কপাল, পাশ ও পিঠে সেঁক দেওয়া হবে। (এবং বলা হবে) এটা তোমাদের সেই জমানো সম্পদ, যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে, এখন তা ভোগ করো।’ (সূরা তাওবা, আয়াত: ৩৪-৩৫)
যদি কেউ তার জাকাতের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা করে রাখে এবং পরবর্তীতে তা খরচ করার প্রয়োজন হয়, তবে তাকে কী করতে হবে? কি তিনি ওই টাকা ব্যবহার করতে পারবেন? নাকি তা শুধুমাত্র জাকাতের জন্যই ব্যয় করতে হবে?
এ বিষয়ে ইসলামী ফিকাহ ও আইনবিদরা বলেন—
জাকাতের জন্য টাকা আলাদা করার মাধ্যমে শুধুমাত্র জাকাত আদায় হয় না, সেই টাকা এখনও ব্যক্তির মালিকানায় থাকে।
তাহলে, ঐ টাকা প্রয়োজন হলে ব্যক্তি তা ব্যবহার করতে পারেন এবং পরবর্তীতে অন্য টাকা দিয়ে জাকাত আদায় করতে পারেন। (রদ্দুল মুহতার, ৩/১৮৯)
প্রকাশিত: | By Symul Kabir Pranta