শুক্রবার, ১১রা এপ্রিল ২০২৫

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আটক ৯

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আটক ৯ - জেলার খবর
ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আটক ৯

ভোলার চরফ্যাশনে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মো. মাসুদ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার সকালে নিহতের ভাই মো. রায়হান বাদী হয়ে আবুবক্করপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলামিনসহ ৪৫ জনকে আসামি করে চরফ্যাশনের দুলারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় দুলারহাট থানা পুলিশ একজন নারীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. সুজন (২৬), রনি পাটোয়ারী (২৫), মো. রানা পাটোয়ারী (২২), হাসিনা বেগম (৫০), রফিক মুনসী (২১), মো. কালু বেপারী (২২), রিয়াজ উদ্দিন (২৫), মো. লাবলু (৪৫) ও আবদুল লতিফ (২৫)।

জানা গেছে, পারিবারিক বিরোধ মীমাংসার জন্য স্বেচ্ছাসেবক দলের নেতা আলামিন নিহত মাসুদের ঘরে ঢুকতে চাইলে তার ছোট ভাই রাসেলের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরপর আলামিন তার অনুসারীদের নিয়ে বুধবার রাতে মাসুদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। স্থানীয়ভাবে ওই ঘটনার সমাধান হলেও আলামিন ক্ষান্ত হননি এবং হুমকি দিতে থাকেন, এতে পরিবারের সদস্যরা আতঙ্কে থাকেন।

শুক্রবার পারিবারিক কাজে বাজারে যাওয়ার সময় নিহতের ভাই রায়হান ও মহসিনকে আলামিন ও তার লোকজন মোটরসাইকেলে গিয়ে আটকিয়ে মারধর করেন। পরে তারা আবার মাসুদের বাড়িতে গিয়ে ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। বাধা দিতে গেলে মাসুদসহ আরও ছয়জন আহত হন। তাদের চরফ্যাশন হাসপাতালে নেওয়া হলে মাসুদকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে রায়হান থানায় হত্যা মামলা করেন।

এদিকে, শনিবার সকালে অভিযুক্ত আলামিনের বাড়িতে হামলা চালায় ক্ষুব্ধ গ্রামবাসী। পরে তারা রোদ্রেরহাটে বিক্ষোভ করে আলামিনের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায়।

দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত আলামিনসহ অন্যদের ধরতে অভিযান চলছে।

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ

 গাজায় গণহত্যার বিরুদ্ধে ফরিদগঞ্জে image

গাজায় গণহত্যার বিরুদ্ধে ফরিদগঞ্জে মুসলিম জনতার প্রতিবাদ সমাবেশ

 নাগরিক কমিটির নেত্রী পিংকি আটক image

নাগরিক কমিটির নেত্রী পিংকি আটক হয়েছেন

 বিয়েটা এখন আমার কাছে অনেক দূরের image

বিয়েটা এখন আমার কাছে অনেক দূরের বিষয়: তৃপ্তি দিমরি

 দিল্লি বিমানবন্দরের রানওয়ে বন্ধ; image

দিল্লি বিমানবন্দরের রানওয়ে বন্ধ; ফ্লাইট দেরির আশঙ্কা

 বর্ষবরণ উৎসবের ‘নাম পরিবর্তন নয় image

বর্ষবরণ উৎসবের ‘নাম পরিবর্তন নয়, পুনরুদ্ধার করেছি’

 “আলেম ওলামাকে জঙ্গি বানানোর চেষ্টা image

“আলেম ওলামাকে জঙ্গি বানানোর চেষ্টা করছে প্রথম আলো এবং ডেইলি স্টার”

 নাটোরে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ image

নাটোরে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে জখম

 প্রতিদিন ওটস খাওয়ার সুবিধা image

প্রতিদিন ওটস খাওয়ার সুবিধা

 আল্ট্রা স্লিম ডিজাইনে ৬৫০০ এমএএইচ image

আল্ট্রা স্লিম ডিজাইনে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারির ভিভো ভি৫০ লাইট

 বাংলাদেশ পুলিশ নতুন লোগো উন্মোচন image

বাংলাদেশ পুলিশ নতুন লোগো উন্মোচন করেছে

 চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: image

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: কোন দেশ কোন পণ্য আমদানি-রফতানি করে

 বাণিজ্য যুদ্ধের প্রভাবসমূহ image

বাণিজ্য যুদ্ধের প্রভাবসমূহ