ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আটক ৯
ভোলার চরফ্যাশনে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মো. মাসুদ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার সকালে নিহতের ভাই মো. রায়হান বাদী হয়ে আবুবক্করপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলামিনসহ ৪৫ জনকে আসামি করে চরফ্যাশনের দুলারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় দুলারহাট থানা পুলিশ একজন নারীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. সুজন (২৬), রনি পাটোয়ারী (২৫), মো. রানা পাটোয়ারী (২২), হাসিনা বেগম (৫০), রফিক মুনসী (২১), মো. কালু বেপারী (২২), রিয়াজ উদ্দিন (২৫), মো. লাবলু (৪৫) ও আবদুল লতিফ (২৫)।
জানা গেছে, পারিবারিক বিরোধ মীমাংসার জন্য স্বেচ্ছাসেবক দলের নেতা আলামিন নিহত মাসুদের ঘরে ঢুকতে চাইলে তার ছোট ভাই রাসেলের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরপর আলামিন তার অনুসারীদের নিয়ে বুধবার রাতে মাসুদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। স্থানীয়ভাবে ওই ঘটনার সমাধান হলেও আলামিন ক্ষান্ত হননি এবং হুমকি দিতে থাকেন, এতে পরিবারের সদস্যরা আতঙ্কে থাকেন।
শুক্রবার পারিবারিক কাজে বাজারে যাওয়ার সময় নিহতের ভাই রায়হান ও মহসিনকে আলামিন ও তার লোকজন মোটরসাইকেলে গিয়ে আটকিয়ে মারধর করেন। পরে তারা আবার মাসুদের বাড়িতে গিয়ে ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। বাধা দিতে গেলে মাসুদসহ আরও ছয়জন আহত হন। তাদের চরফ্যাশন হাসপাতালে নেওয়া হলে মাসুদকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে রায়হান থানায় হত্যা মামলা করেন।
এদিকে, শনিবার সকালে অভিযুক্ত আলামিনের বাড়িতে হামলা চালায় ক্ষুব্ধ গ্রামবাসী। পরে তারা রোদ্রেরহাটে বিক্ষোভ করে আলামিনের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায়।
দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত আলামিনসহ অন্যদের ধরতে অভিযান চলছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta