অঁজিকে হারিয়ে অপরাজিত শিরোপা জিতলো পিএসজি, নায়ক দুয়ে
শিরোপা নিশ্চিত করতে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) দরকার ছিল মাত্র এক পয়েন্ট। তবে লুইস এনরিকের দল অঁজির বিপক্ষে ড্রয়ে থামেনি—দারুণ ছন্দে থাকা দলটি ১-০ গোলে জয় তুলে নিয়ে লিগ ওয়ানে টানা চতুর্থ এবং মোট ১৩তম শিরোপা নিশ্চিত করেছে।
লিগে ১৪তম অবস্থানে থাকা অঁজির বিপক্ষে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। প্রথমার্ধে তারা নেয় ১১টি শট, যার মধ্যে কেবল একটি ছিল লক্ষ্যে। তবে দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে কাভারাত্সখেলিয়ার পাস থেকে দিজিরে দুয়ে গোল করে দলকে এগিয়ে দেন, যা জয় এনে দেয় স্বাগতিকদের।
এই জয়ে ২৮ ম্যাচে ২৩টি জয় ও ৫টি ড্র নিয়ে পিএসজির পয়েন্ট দাঁড়িয়েছে ৭৪। মোনাকো এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। বাকি ৬ ম্যাচে হার এড়াতে পারলেই মৌসুম শেষ হবে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে।
এ নিয়ে ফ্রান্সের শীর্ষ লিগে পিএসজি টানা চতুর্থবার এবং মোট ১৩ বার শিরোপা ঘরে তুলল। গত ১৩ মৌসুমে ১১ বার চ্যাম্পিয়ন হয়ে দলটি দেশের ফুটবলে নিজেদের আধিপত্য আরও পোক্ত করেছে।
এ মৌসুমে লিগ শিরোপার পাশাপাশি আরও দুটি ট্রফি জয়ের সুযোগ রয়েছে পিএসজির সামনে। ইতোমধ্যে ফরাসি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লুইস এনরিকের দল মুখোমুখি হবে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার।
প্রকাশিত: | By Symul Kabir Pranta