আমরা বিতর্কের বাইরে থাকতে চাই।
অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপন নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। সেজন্য আমরা এই বিতর্কে জড়াতে চাই না। আমরা বিতর্কের বাইরে থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে চাই।
রোববার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে তিনি এসব মন্তব্য করেন।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা আ ফ ম খালিদ হোসেনকে প্রশ্ন করেন, রোববার সৌদি আরবসহ অন্যান্য দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে এবং সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঈদ পালন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠে, সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপন সম্ভব কি না।
উত্তরে খালিদ হোসেন বলেন, আমরা চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে রোজা ভাঙি। এটা দীর্ঘদিন ধরে আমাদের রীতি। ইসলামী পরিভাষায় এটিকে রইয়ত বা দৃষ্টিগোচর হওয়া বলা হয়। এই প্রথা অনুযায়ী আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে আসছি।
তাহলে, সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপনের বিষয়টি নিয়ে বিতর্ক থাকাটা অস্বাভাবিক নয়। আমরা সেই বিতর্কে অংশ নিতে চাই না। আমরা ধর্মীয় আচার পালনে বিতর্কের বাইরে থাকতে চাই। চাঁদ দেখা ছাড়া এমন কোনো বিষয় নয়, যেখানে বিতর্ক তৈরি হবে, তা সচেতনভাবে এড়িয়ে চলার কথাও জানান আ ফ ম খালিদ হোসেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta