ইউনূস-মোদি আলোচনা বাংলাদেশের জন্য সুফলজনক : গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন, ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য ইতিবাচক।
শনিবার (৫ এপ্রিল) খুলনা মহানগরীর আড়ংঘাটা ঈদগাহ ময়দানে থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন থানা আমির মাওলানা মুনাওয়ার আনসারী।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা হলে তা অবশ্যই সমতা ও ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত। কিন্তু অতীতে ভারত আমাদের প্রতি প্রভুসুলভ আচরণ করেছে। সীমান্ত হত্যাকাণ্ড, তিস্তা নদীর পানি চুক্তি, সংখ্যালঘুদের অধিকার নিয়ে ভারত দীর্ঘদিন ধরে টালবাহানা করছে। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতা যখন তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছিল, তখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার ২ হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। এমন একজন অপরাধীকে কোনো গণতান্ত্রিক দেশ গ্রহণ করতে পারে না।
আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক নেতাদের বিচার নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তাদের বিরুদ্ধে সাজানো সাক্ষী ও মিথ্যা অভিযোগ দিয়ে নিরপরাধ নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা জনগণ কখনো মেনে নেয়নি। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিয়ে জাতির সঙ্গে অবমাননা করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, ছাত্ররা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, জামায়াত তার সাথে একমত। যদি অতীতের অমানবিকতা ও দখলদারি মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা না যায়, তবে আমাদের নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন হবে না। জামায়াত সবসময় নিপীড়িত মানুষের বন্ধু হিসেবে তাদের দুঃখ-কষ্ট লাঘবে সংগ্রাম করে যাচ্ছে। ইসলামী রাষ্ট্রের যে দর্শন কোরআনে মহান আল্লাহ বর্ণনা করেছেন, জামায়াত সেই আলোকেই দেশ গড়ার প্রক্রিয়া এগিয়ে নিতে চায়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta