শাহবাগের ফুলের দোকানে আগুন; ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, দগ্ধ ৫
রাজধানী শাহবাগের ফুলের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ৫ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শনিবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে শাহবাগ ফুলের মার্কেটে আগুন লাগে। রাত ১১টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিস খবর পেয়ে, তারা এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান সাংবাদিকদের জানান, সংবাদ পাওয়ার পর পলাশী ফায়ার স্টেশন থেকে দুটো ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পানির অভাবে পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয়। ফলে এক ঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নিভিয়ে দেওয়া হয়। ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, কারণ ফুলের দোকানদারদের সাথে আলোচনা করা হয়নি।
আগুনের কারণ সম্পর্কে তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক তারগুলো এলোমেলো ছিল এবং বেলুন ফোলানোর জন্য ব্যবহৃত হিলিয়াম বা হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার ছিল। গ্যাস বের হওয়ায় ফোম ব্যবহার করে আগুন নিভানো হয়, যার কারণে বিস্ফোরণ হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও বলেন, সিলিন্ডার ঠাণ্ডা না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে কেউ প্রবেশ করতে পারবে না। কারণ সিলিন্ডারে থাকা হাইড্রোজেন গ্যাস অত্যন্ত বিপজ্জনক।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, ৫ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন— রিয়াজুল ইসলাম (৫৫), মো. শাওন (২৫), মো. ফয়েজ (৩০), মো. কালু মিয়া (৩৫) ও মো. শামীম (৪৫)।
দগ্ধরা জানিয়েছেন, তারা শাহবাগ ফুলের মার্কেটের পাশের একটি টিনসেড ঘরে গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুনে গ্যাস ভরে বিক্রি করতেন। রাতে গ্যাস ভরার সময় হঠাৎ করে আগুন লেগে যায়। এতে তারা দগ্ধ হন এবং নিজে রিকশা করে ঢাকা মেডিকেলে এসে ভর্তি হন।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের চিকিৎসক ডা. আশিক জানিয়েছেন, পাঁচজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে এসেছেন। রিয়াজুলের ১০%, শাওনের ১৬%, ফয়েজের ১৪% দগ্ধ হয়েছে। কালু ও শামীম সামান্য ঝলসে গেছেন, তাদের অবজারভেশনে রাখা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta