আরও ১১ জন হত্যার কথা স্বীকার করতে প্রস্তুত সেই ‘চেসবোর্ড কিলার’
রাশিয়ার এক সিরিয়াল কিলার, যাকে ২০০৭ সালে ৪৮টি খুনের জন্য আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তিনি আরও ১১টি হত্যার কথা স্বীকার করার জন্য প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়ার পেনাল পরিষেবা।
আলেকজান্দর পিচুশকিন (৫০), যিনি মস্কোর দক্ষিণের বিথস্কি পার্কে প্রায়ই গৃহহীন, মদ্যপ এবং বয়স্ক ব্যক্তিদের শিকার করতেন, তার হত্যাকাণ্ডগুলো ১৯৯২ থেকে ২০০৬ পর্যন্ত চলেছিল।
রাশিয়ার সংবাদমাধ্যমে তাকে ‘চেসবোর্ড কিলার’ বলে অভিহিত করা হয়, কারণ ধরা পড়ার পর তিনি স্বীকার করেছিলেন যে, প্রত্যেকটি শিকারকে চেসবোর্ডের ৬৪টি স্কয়ারের জন্য একটি করে কয়েন রেখে হত্যা করার পরিকল্পনা করেছিলেন।
সাজাপ্রাপ্তির পর পিচুশকিন রাশিয়ার আর্কটিক অঞ্চলের পোলার আউল কারাগারে বন্দি আছেন। শনিবার টেলিগ্রাম অ্যাপে রাশিয়ার পেনাল পরিষেবা জানায়, পিচুশকিন তদন্তকারীদের জানিয়েছেন তিনি আরও ১১ জন নারী ও পুরুষকে হত্যার কথা জানাতে প্রস্তুত আছেন।
পিচুশকিন, যিনি ৪৮টি খুনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন, তার বিরুদ্ধে আরও খুনের সন্দেহ রয়েছে। বিচার চলাকালে তিনি দাবি করেছিলেন যে, তিনি ৬৩ জনকে হত্যা করেছেন, তবে সরকার পক্ষ তার বিরুদ্ধে ৪৮টি হত্যার অভিযোগ আনে।
অতিরিক্ত খুনের জন্য দোষী সাব্যস্ত হলে পিচুশকিন রাশিয়ার দ্বিতীয় শীর্ষ সিরিয়াল কিলার হবেন। রাশিয়ার প্রথম শীর্ষ সিরিয়াল কিলার মিখাইল পপকোভ, যিনি ৭৮টি খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
তথ্য সূত্র - রয়টার্স।
প্রকাশিত: | By Symul Kabir Pranta