আসছে জংলি, নতুন লুকে বুবলী
এবার ঈদে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত নতুন সিনেমা ‘জংলি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, এবং তার বিপরীতে আছেন সিয়াম আহমেদ। সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে, এবং সেই প্রচারণায় আরো উত্তেজনা যোগ করতে ‘জংলি’ চরিত্রে লুঙ্গি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়েছেন বুবলী।
বুবলী তার ভিন্ন লুকের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, “হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে কেমন লাগবে?”
এই ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে, এবং অনেকেই তার নতুন লুকটি প্রশংসা করছেন।
এর আগে ‘টান’ ওয়েব ফিল্মে বুবলী ও সিয়াম একসঙ্গে অভিনয় করেছিলেন।
নতুন সিনেমা সম্পর্কে বুবলী বলেছেন, “আমি অনেক এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু দেখতে পাবেন। পোস্টার ও টিজারে কিছু রহস্য রয়েছে, যা দর্শকদের আগ্রহ ধরে রাখবে। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ‘জংলি’ সিনেমার গল্প এবং উপস্থাপনা একেবারে নতুন। দর্শক মুগ্ধ হবে।”
পরিচালক এম রাহিম বলেন, “‘জংলি’ সিনেমার গল্পের জন্য বুবলীই সিয়ামের বিপরীতে সবচেয়ে উপযুক্ত। সিয়াম এবং বুবলীসহ সকলেই দারুণ অভিনয় করেছেন। আশা করি, ঈদে দর্শকদের জন্য কিছু অসাধারণ উপহার দিতে পারব।”
বিডি প্রতিদিন/নাজমুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta