নতুন প্রেমিকা পেয়ে সালমানকে যেভাবে ঠাট্টা করলেন আমির
প্রায় দেড় বছর গোপনে প্রেমের সম্পর্কে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। তবে ১৩ মার্চ, নিজের ৬০তম জন্মদিনের একদিন আগে, তিনি প্রেমিকাকে প্রকাশ্যে আনেন এবং সংবাদমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
গত ছয় মাস ধরে শোনা যাচ্ছিল, বেঙ্গালুরুর এক উদ্যোক্তার সঙ্গে প্রেম করছেন আমির। তার নাম গৌরী স্প্র্যাট। এতদিন বলিউডে গৌরী নামটি শুনলে শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের কথাই মনে আসত। এবার আরেক গৌরীর সন্ধান মিলল, যিনি আমির খানের বর্তমান প্রেমিকা। ভবিষ্যতে তিনি স্প্র্যাট থেকে 'খান' হতে পারেন কি না, সেটি সময়ই বলে দেবে।
এদিকে, বলিউডের দুই খান ইতিমধ্যেই তাদের গৌরীকে খুঁজে পেলেও এখনও বাকি রয়েছেন সালমান খান। তাই আমিরকে প্রশ্ন করা হয়, তবে কি সালমানেরও এবার গৌরী খোঁজা উচিত? এই প্রশ্নের উত্তরে বন্ধুকে নিয়ে রসিকতা করেন আমির!
সালমানের বয়স প্রায় ষাটের কাছাকাছি। জীবনে বহু প্রেমের গুঞ্জন থাকলেও কোনও সম্পর্কই পরিণতি পায়নি। বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা হিসেবে পরিচিত থাকলেও, এখন বয়সের ছাপ পড়েছে তার মুখে। তার সাবেক প্রেমিকারা প্রায় সবাই সংসার পেতেছেন, কিন্তু সালমান এখনও একাই আছেন।
অন্যদিকে, শাহরুখ ও আমির দু’জনেই নিজেদের জীবন গুছিয়ে নিয়েছেন। আমিরের দু’বার বিবাহবিচ্ছেদ হয়েছে, এরপর গৌরীর মধ্যে নতুন করে ভালোবাসা খুঁজে পেয়েছেন। শাহরুখ ও গৌরী খানের দাম্পত্য জীবন ৩৩ বছর অতিক্রম করেছে। কিন্তু সালমানের ভবিষ্যৎ নিয়ে কৌতূহলী আমির।
সালমানেরও গৌরী খোঁজা উচিত কি না—এই প্রশ্নের উত্তরে আমির বলেন, “ও আর গৌরী খুঁজবে কী! ও যা ভালো মনে করে তাই করছে।”
তবে নতুন প্রেমিকাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বলিউডের দুই পুরনো বন্ধু, শাহরুখ ও সালমানের সঙ্গেই প্রথম আলাপ করান আমির।
বিডি প্রতিদিন/একেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta