ক্যান্সারের তৃতীয় স্তরে হিনা খান, শরীরে ঘটেছে যে পরিবর্তন
বর্তমানে স্তন ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছেন অভিনেত্রী হিনা খান। এই পর্যায়ে কেমোথেরাপি করা জরুরি। হিনাও একের পর এক কেমোথেরাপি নিচ্ছেন। এই চিকিৎসার ফলে তার শরীরে কিছু পরিবর্তন ঘটেছে।
চুল পড়া ছিল তার শারীরিক পরিবর্তনের মধ্যে একটি। তাই তিনি নিজের চুল কেটে ফেলেছেন। তবে শুধু চুল নয়, এবার অভিনেত্রীর নখেরও রং পরিবর্তিত হয়েছে। হিনা তার ইনস্টাগ্রামে নখের ছবি শেয়ার করে জানিয়েছেন যে, এটি কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া।
হিনা যে নখের ছবি শেয়ার করেছেন, সেখানে তার নখগুলো শুষ্ক এবং বিবর্ণ দেখা যাচ্ছে। অনেকেই অভিনেত্রীকে প্রশ্ন করছেন, কেন তিনি নেলপলিশ পরছেন না। এই প্রশ্নের উত্তরও দিয়েছেন হিনা।
অভিনেত্রী জানান, ‘অনেকেই আমার নখ নিয়ে প্রশ্ন করেছেন, এমনকি কিছু প্রতিবেশীও এটা জানতে চেয়েছেন। কেন আমি নেলপলিশ ব্যবহার করি না? নামাজের সময় কি নেলপলিশ পরি? এসব প্রশ্ন করা হয়েছে। একটু চিন্তা করুন।’
হিনা আরও বলেন, ‘কেমোথেরাপির সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে নখের বিবর্ণতা। আমার নখ ভঙ্গুর হয়ে গেছে, শুষ্ক হয়েছে এবং মাঝে মাঝে নখ নিজেই উঠে যাচ্ছে। তবে ভালো দিকটি হলো, সব কিছুই সাময়িক। এবং আমি সুস্থ হয়ে উঠছি, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’
ক্যান্সারের মধ্যেও হিনা তার কাজ থামাননি। ক্যামেরার সামনে সাজগোজ করেই তিনি কাজ করে চলেছেন। একই সঙ্গে রমজান মাসে রোজাও রাখছেন।
দুর্বল শরীর নিয়েও তিনি রমজান মাসে রোজা রাখছেন। সম্প্রতি তাকে মক্কায় ওমরাহ পালনে দেখা গেছে, যেখানে হিনা সবুজ বোরখা ও সানগ্লাসে ছিলেন।
একটি ছবিতে তাকে ঘরের কোণে মেঝেতে বসে নামাজ পড়তে দেখা গেছে।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta