তরমুজ বিক্রি না হওয়ার কারণে কাঁদছেন ভাইরাল বিক্রেতা!
সম্প্রতি, রাজধানী কারওয়ান বাজারে এক তরমুজ বিক্রেতা ভাইরাল হয়েছেন। ‘ওই কিরে ওই কিরে’, ‘মধু রসমালাই’ সহ নানা মন্তব্যের মাধ্যমে তিনি সোশ্যাল মিডিয়াতে আলোচিত হন।
ভাইরাল হওয়ার পর থেকেই তার দোকানে প্রতিদিন অনেক মানুষ ভিড় করছেন, কিন্তু এর ফলে নতুন সমস্যায় পড়েছেন সেই তরমুজ বিক্রেতা।
অনেকেই তার দোকানে বিনা কারণে আসছেন এবং ভিডিও করছেন, যার ফলে প্রকৃত ক্রেতারা তার দোকান এড়িয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে তরমুজ বিক্রি করতে না পেরে তিনি শোকে ভেঙে পড়েছেন। তার প্রায় দেড় লাখ টাকার তরমুজ এখনও বিক্রি হয়নি, এমনটাই তিনি জানিয়েছেন।
এ বিষয়ে অভিনেতা শামীম হাসান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। রোববার রাতে তিনি লেখেন, ‘ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিংয়ের মাধ্যমে অনেকেই তরমুজ ব্যবসায়ীর সাথে ডলার উপার্জন করেছে, কিন্তু ওই ব্যবসায়ী নিজে তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছেন এবং তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে।’
তারপর শামীম বলেন, ভাইরাল হওয়ার চাপ আলাদা, সবাই তোমার পাশে আছে, তবে ব্যবসা করতে তো দিতে হবে! তিনি সেই ব্যবসায়ীকে ব্যবসা করার পরিবেশ তৈরির আহ্বান জানান।
অনেক নেটিজেনও শামীমের মতো তরমুজ বিক্রেতাকে ভিডিও বানানো বন্ধ করার এবং তাকে ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
এদিকে, বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি ইতোমধ্যেই ভাইরাল তরমুজ বিক্রেতার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এবং অনেকেই তার তরমুজ কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta