বুড়িচংয়ে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার
জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বুড়িচং থানা পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় বুড়িচং থানার ওসি আজিজুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের মৃত আয়েত আলীর ছেলে আলী আহাম্মদ (৪৫) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ রুবেল হোসেন (২৮)।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃতরা জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta