ওয়ানডে ক্রিকেটে ৪০০ রান করে ইতিহাস গড়লেন মুস্তাকিম
আজ স্বীকৃত ক্রিকেট টুর্নামেন্টে ৪০৪* রানের অসাধারণ ইনিংস খেলে ইতিহাস সৃষ্টি করেছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মুস্তাকিম। বাংলাদেশের কোনো ব্যাটারের জন্য এটি প্রথম ৪০০ রানের ইনিংস, এবং কোনো পর্যায়ে এমন রেকর্ড আগে ছিল না।
ওয়ানডে সংস্করণের ক্রিকেটে এই রেকর্ডটি সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে গড়েছেন। ওপেনিংয়ে নেমে ৪০৩ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। ১৭০ বলের ইনিংসে তিনি মারেন ৫০টি চার এবং ২২টি ছক্কা, ব্যাটিং করেছেন ৪ ঘণ্টা ২০ মিনিট।
মুস্তাকিমের ৪০০ রানের রেকর্ডে তার দল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধিনায়ক সোয়াদ পারভেজ ডাবল সেঞ্চুরিও করেছেন। ৩২টি চার এবং ১৩টি ছক্কায় ২৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাদের মারাত্মক আক্রমণে ২ উইকেটে ৭৭০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ক্যামব্রিয়ান।
লক্ষ্য তাড়া করতে নেমে সেন্ট গ্রেগরিস স্কুল ৩২ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ১০ রান করেন শেষ ব্যাটার অপূর্ব বাড়োই। ৭ ব্যাটারই ডাক মেরেছেন। হাসান হৃদয়ের ৬ উইকেট এবং অধিনায়ক পারভেজের ৪ উইকেটের দাপটে ক্যামব্রিয়ান ৭৩৮ রানের বিশাল জয় পায়।
বাংলাদেশের ক্রিকেটে এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৩৩৪ রান। ২০২০ সালে তামিম ইকবাল ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে এই রেকর্ডটি গড়েন। তিনি ৪২৬ বল খেলে ৪২টি চার এবং ৩টি ছক্কায় ইনিংসটি সাজান। তামিমের আগে রকিবুল হাসান ২০০৭ সালে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রান করেন।
বিডি প্রতিদিন/মুসা
প্রকাশিত: | By Symul Kabir Pranta