পোপ বিশ্ব সংঘাতের সমাপ্তি কামনা করেছেন
গত ১৪ ফেব্রুয়ারি শ্বাসকষ্টের কারণে দীর্ঘ কয়েক দিন ভোগার পর পোপ ফ্রান্সিসকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে, হাসপাতাল থেকে একটি চিঠি পাঠিয়ে তিনি সারা বিশ্বে চলমান সংঘাতের অবসান কামনা করেছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে এই তথ্য জানায়।
চিঠিতে জানানো হয়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিস বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই চিঠি তিনি মঙ্গলবার (১৮ মার্চ) হাসপাতাল থেকে পাঠান।
ভ্যাটিকানের সবচেয়ে বেশি প্রচারিত দৈনিক 'করিয়েরে দেলা সেরা'তে প্রকাশিত এক চিঠিতে পোপ বলেন, 'যেখানে যুদ্ধ শুধু মানুষের মধ্যে সংঘাত, প্রাণহানি এবং ব্যাপক ধ্বংস সৃষ্টি করে, সেখানে আমাদের সবার উচিত আন্তর্জাতিক কূটনীতি ব্যবহার করে একটি সুন্দর এবং গ্রহণযোগ্য জীবন উপহার দেওয়া।'
বিডি প্রতিদিন/নাজিম
প্রকাশিত: | By Symul Kabir Pranta