এবার শরীর থেকে নাগার শেষ চিহ্নও মুছে ফেললেন সামান্থা
দক্ষিণী সিনেমার অভিনেতা নাগা চৈতন্য জীবনে অনেকটা এগিয়ে গেছেন। বর্তমানে তিনি শোভিতা ধুলিপালার সঙ্গে সুখী জীবন কাটাচ্ছেন। আর তার প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এখন পুরোপুরি তার কর্মজীবনে মনোনিবেশ করেছেন। নাগার সঙ্গে বিচ্ছেদের পর তাকে গভীরভাবে আহত হওয়ার বিষয়টি তার ভক্তরা জানতেন। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, এই বিচ্ছেদ তাকে অঘটনজনকভাবে জানানো হয়েছিল এবং তিনি সবকিছু মেনে নিতে বাধ্য হয়েছিলেন।
নাগা ও সামান্থার সম্পর্ক, বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে আলোচনার পাশাপাশি, সামান্থার ব্যক্তিগত জীবনও আলোচনার বিষয় হয়ে থাকে। সামান্থা কখন এবং কোথায় কী করছেন, সেদিকে সবার নজর থাকে। অভিনেত্রী নিজে নিজের ব্যক্তিগত জীবন বেশ খোলামেলা ভাবে ভাগ করে নেন। সম্প্রতি, নাগার সঙ্গে সম্পর্কের শেষ স্মৃতিটুকুও তার শরীর থেকে মুছে ফেলেছেন, এমনটাই তিনি জানিয়েছেন।
এর আগে, তার বিয়ের পোশাক কেটে রং করে কালো পোশাকে পরিণত করেছিলেন সামান্থা। নাগা থেকে পাওয়া আংটিটি ভেঙে একটি লকেট বানিয়ে নিয়েছেন। এবার তিনি শরীরে থাকা উল্কি মুছে ফেলছেন।
অভিনেত্রীর সঙ্গে নাগা চৈতন্যর প্রেমের শুরু হওয়ার পর সামান্থা তিনটি উল্কি করান। প্রথম উল্কিটি তার পিঠে ছিল, যেখানে ছবির নাম ‘ওয়াইএমসি’ লেখা ছিল। দ্বিতীয় উল্কি ছিল তার ডান পাঁজরের নিচে, যেখানে নাগার ডাক নাম ‘চৈ’ ছিল। তৃতীয় উল্কিটি ছিল তার কব্জিতে, যেখানে দু’টি তীর আঁকা ছিল, যা তিনি নাগার সঙ্গে মিলিয়ে করিয়েছিলেন।
প্রথম দু’টি উল্কি তিনি আগেই মুছে ফেলেছিলেন। এবার, কব্জিতে করা তীরের উল্কি মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এটি নাগার হাতেও ছিল। নাগা এই উল্কিটি এখনও মুছে ফেলেননি, এবং শোভিতার সঙ্গে বিয়ে করার পরও উল্কিটি তার হাতে দেখা গেছে।
সম্প্রতি, সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে স্পষ্ট দেখা গেছে আবছা হয়ে যাওয়া তীরের উল্কি। এরপর থেকেই তার অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, তবে তিনি নিজের শেষ স্মৃতিটুকু মুছে ফেলেছেন।
বিডি প্রতিদিন/একেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta