কক্সবাজারের প্রাক্তন মেয়রের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক
কক্সবাজার পৌরসভার প্রাক্তন মেয়র এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক মাহবুবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এই তদন্ত প্রক্রিয়া শুরু হয়। গত রোববার দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনকে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়।
চিঠি পাঠানোর মাধ্যমে গত ১২ ফেব্রুয়ারি কক্সবাজার কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয় নির্দেশ দেয়, একজন কর্মকর্তা নিয়োগ দিয়ে মাহবুবুরের বিরুদ্ধে বিধি অনুসারে অনুসন্ধান দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দিতে হবে।
দুদক সূত্র জানায়, ২০২৩ সালে মাহবুবুর রহমান কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপর তিনি পৌরসভায় নিজের বলয় তৈরি করে অবৈধ সম্পদের মালিক হন। পৌরসভায় কর্মচারী নিয়োগের জন্য ঘুষ গ্রহণ, ডাম্পিং স্টেশনের জমি ক্রয়ের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, পৌর এলাকায় ড্রেন পরিষ্কারের নামে অর্থ আত্মসাৎ এবং মিথ্যা কোটেশন দেখিয়ে কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া, পৌরসভা বড় বাজারে ডেভেলপারদের সঙ্গে চুক্তি করে আধুনিক মার্কেট নির্মাণের নামে দোকান দেয়ার জন্য কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন মাহবুবুর। পৌরসভার উন্নয়ন প্রকল্পে ঠিকাদার নিয়োগ হলেও তিনি গোপনে এসব প্রকল্পে নিজে ঠিকাদারি কাজ করে কোটি কোটি টাকা আয় করেছেন।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta