রং মাখানোর সময় আপত্তিকর স্পর্শ, অভিনেত্রীর মামলা দায়ের
দোলের উৎসবে রং মাখানোর সময় অভিনেতা অশ্লীলভাবে স্পর্শ করেন, বিষয়টি নিয়ে মুম্বাইয়ের এক অভিনেত্রী প্রতিবাদ জানিয়েছেন। তিনি স্থানীয় থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন।
অভিনেত্রীর অভিযোগের পর সহ-অভিনেতার বিরুদ্ধে ভারতীয় আইনে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনার পর অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
বছর উনত্রিশের ওই অভিনেত্রী বর্তমানে মুম্বাইয়ের একাধিক সিরিয়ালে কাজ করছেন এবং সম্প্রতি একটি বিনোদন চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে তার নাম গোপন রাখা হয়েছে।
গত শুক্রবার হোলি পার্টিতে অংশ নেন তিনি। সেখানে আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী উপস্থিত ছিলেন।
অভিযোগ অনুযায়ী, ওই বছর তিরিশের অভিনেতা মদ্যপ অবস্থায় হোলি পার্টিতে আসেন এবং রং মাখানোর অজুহাতে অভিনেত্রীকে উত্যক্ত করেন। অভিনেত্রী তাকে এড়াতে চেষ্টা করেন, শেষে ফুচকার স্টলের পেছনে লুকিয়ে যান।
অভিনেত্রীর দাবি, সেখানে পৌঁছান সহ-অভিনেতা, তাকে জোরপূর্বক অশ্লীলভাবে রং মাখান। প্রতিবাদ করলে, ওই সহ অভিনেতা বলেন, “আমি তোমাকে ভালোবাসি। আমি দেখব তোমাকে পেতে কে বাধা দেয়।”
এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত অভিনেত্রী হোলি পার্টি ছেড়ে রেস্টরুমে চলে যান এবং সেখান থেকে এক বন্ধুকে ফোন করেন। বন্ধুর সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত তর্ক হয় এবং পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়।
এরপর, অভিনেত্রী বন্ধুর সঙ্গে থানায় যান এবং গোটা ঘটনা পুলিশকে জানান। সহ-অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর ভারতীয় আইনের ৭৫ (১)(আই) ধারা অনুযায়ী মামলা দায়ের হয় এবং পুলিশ তদন্ত শুরু করেছে। সহ-অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta