বড় হতে হতে বাস্তবতা উপলব্ধি করতে শিখছি
বয়স বাড়ানোর সাথে সাথে আমি জীবনের প্রকৃত বাস্তবতা বুঝতে শিখেছি, মানুষের প্রতি অনুভব করছি এক অদ্ভুত ভালোবাসা ও মায়া। সেই বোঝাপড়ার মধ্য থেকেই আমার ইচ্ছা ছিল, এবছরে আমার জন্মদিনটা এমন কিছু মানুষের সাথে কাটাবো, যাদের সাথে সম্পর্কটা রক্তের, আত্মার কিংবা বন্ধুত্বের নয়। তবুও তাদের জন্য একটি বিশেষ অনুভূতি আমার মধ্যে রয়েছে এবং যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি তাদের মুখে হাসি ফোটানোর।
এই জন্মদিনে আমি কিছু সুবিধাবঞ্চিত মানুষের সাথে সময় কাটাতে পেরেছি এবং তাদের সাথে এক বেলা খেতে পেরেছি, এটা ছিল আমার জন্য আনন্দের। অভিযাত্রিক ফাউন্ডেশন-আপ্যায়ন এর সকলকে ধন্যবাদ জানাই এই আয়োজনটি সফল করার জন্য।
আল্লাহ যেন আমাকে আরও তৌফিক দান করেন, যাতে আমি আরও বেশি করে সুবিধাবঞ্চিত মানুষদের এবং অবলা প্রাণীদের জন্য কিছু করতে পারি। জীবনের ২৬তম জন্মদিনটি খুব সুন্দরভাবে কাটলো।
আজকের এই দিনে যিনি আমার পাশে ছিলেন এবং আমার ক্ষুদ্র ইচ্ছাটি পূর্ণ করতে সাহায্য করেছেন, তার প্রতি আমি কৃতজ্ঞ।
(সাদিয়া আয়মানের ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
প্রকাশিত: | By Symul Kabir Pranta